পারভেজ উজ্জ্বল, নীলফামারী: সমগ্র দেশের মতো নীলফামারী জেলাতেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল এবং ভোকেশনালের বাংলা পরীক্ষা। কঠোর নিরাপত্তার চাদরে শান্তির্পূণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে শিক্ষার্থীরা পরীক্ষা সেন্টারে আসতে শুরু করেন। এবং সকাল ১০ টা থেকে নীলফামারী জেলার ৬ টি উপজেলার কেন্দ্রে একযোগে শুরু হয়ে এসএসসি সহ সকল সমমানের পরিক্ষা, শেষ হয় বেলা ১টাশ। এবছরে নীলফামারীতে ২১ হাজার ১২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছেন। বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়েরুজ্জামান বলেন, পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠু ভাবে পরীক্ষা দিতে পারে সে লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র গুলোতে বিশেষ নিরাপত্তার বলয়ে রাখা হয়েছে।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :