বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

নীলফামারীতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ০৮:৪২ পিএম

নীলফামারীতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

পারভেজ উজ্জ্বল, নীলফামারী প্রতিনিধি:নীলফামারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।  আজ ৩১ মার্চ সোমবার সকাল সাড়ে ৮টায় জেলা সদরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।নামাজে ইমামতি করেন নীলফামারীর বড় মসজিদের পেশ ইমাম মাওলানা খন্দকার মো. আশরাফুল হক নূরী। নামাজ আদায় করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধি সমাজের প্রতিনিধিসহ সকল শ্রেণি-পেশার মানুষ। নামাজ আদায় শেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম।
একই সময়ে নীলফামারী জেলা মডেল মসজিদ ও সদর উপজেলা মডেল মসজিদেও ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় এবং নীলফামারী জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় একই সময়ে মডেল মসজিদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে নীলফামারী পুলিশ লাইন্স মাঠে সকাল ৮:১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে নামাজ আদায় করেন, জেলা পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান।পুলিশ সুপার এ. এফ. এম তারিক হোসেন খান উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, ঈদ প্রকৃত পক্ষে ধনী-দরিদ্র, বৃদ্ধ-শিশু সকল মানুষের জন্য বয়ে আনে অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি, শিক্ষা দেয় সর্বস্তরের মানুষের ভালোবাসার বন্ধন অটুট রাখতে।
তিনি মুসল্লিদের আরও বলেন ব্যক্তি,পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি,সংযম, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় একযোগে কাজ করার মাধ্যমে সম্প্রীতির পরিবেশ পরিব্যাপ্তি লাভ করুক, এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। । নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান। 
দুপুরে নীলফামারী পুলিশ লাইন্সের পুলিশ মেস এ নীলফামারী পুলিশ সুপারের আয়োজনে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার প্রীতিভোজে জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজ হাতে ফোর্সদের মাঝে খাবার পরিবেশন করেন। পতভোজে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান,  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহসিন এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।
এছাড়াও সকাল ৮টায় প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় নীলফামারী পৌর এলাকার মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এরপর সকাল সাড়ে ৮টায় গাছবাড়ি পঞ্চপুকুরপাড়া ঈদগাহ মাঠে, সকাল পৌনে ৯টায় সার্কিট হাউজ ঈদগাহ মাঠ ও বাড়াইপাড়া নতুন জামে মসজিদ ঈদগাহ মাঠ, সকাল ৯টায় কলেজ স্টেশন ঈদগাহ মাঠ, কুখাপাড়া ঈদগাহ মাঠ ও জোড় দরগাহ ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!