রবিবার, ০৪ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

নীলফামারীতে বিদ্যুৎপৃষ্ঠে একজনের মৃত্যু

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৫, ০৪:১৮ পিএম

নীলফামারীতে বিদ্যুৎপৃষ্ঠে একজনের মৃত্যু

পারভেজ উজ্জ্বল, নীলফামারী : বিদ্যুৎতের ছেঁড়া তারে হাত লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন মানুষের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নীলফামারী জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নে। সরজমিনে জানা যায়, গতকাল ২ মে শুক্রবার নিজের গোয়াল ঘর পরিষ্কার করতে গিয়ে জীবন হারান আবু তালেব (৪৫) নামের কৃষক। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের নামানজি পাড়া গ্রামে। নিহত কৃষক ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
পশ্চিম ছাতনাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আবু তালেব প্রতিদিনের মতো সকালে গরু রাখার গোয়াল ঘর পরিষ্কার করছিলেন। সে সময় সেখানে বিদ্যুতের সংযোগকৃত তার ছিড়ে পড়লে তিনি বিদ্যুতপৃষ্ট  হয়ে মৃত্যুবরণ করেন।এলাকার বাসিন্দা কুদ্দুস খাঁ অভিযোগ করে বলেন,  এলাকার কিছু লাইন ম্যান কম দামের সাধারণ মানের তার দিয়ে বাসা বাড়ির বিদ্যুতের তারের মাধ্যমে বাল্ব জ্বালানো ব্যবস্থা করে দেন। এতে কৃষকদের বাড়িতে চরম ঝুঁকির সৃষ্টি হয়ে রয়েছে।এলাকার অপর বাসিন্দা আনোয়ার বলেন, বিদ্যুৎপৃষ্টে মৃত আবু তালেবের বাড়িতেও এমন অনিরাপদ তার ব্যবহার করার কারণে এরকম হয়েছে। পল্লি বিদ্যুৎ অফিসকে একাধিকবার জানানো হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ এখনও নেয়নি। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী ডেইলি খবর ২৪ কে বলেন,তদন্তে জানতে পারি পশ্চিম ছাতনাই ইউনিয়নের নামাজি পাড়ার গরু ঘরে ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে আবু তালেব মৃত্যুবরণ করেন, এবং তার স্ত্রী মেইন সুইচ বন্ধ করে লাশ বেড় করে।  ঘটনাস্থল পরিদর্শন করি, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!