বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

নির্বাচন নিয়ে নিজের কমিটমেন্ট জানালেন নতুন সিইসি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ১০:০৪ পিএম

নির্বাচন নিয়ে নিজের কমিটমেন্ট জানালেন নতুন সিইসি

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন,মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় জাতিকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। এজন্য যা যা করা দরকার সব করবো। 
বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।  
এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে তিনি বলেন,আমি সৌভাগ্যবান যে বদিউল আলমের মতো একজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে একটা রিফর্ম কমিশন কাজ করছে। সুতরাং,কোন কোন জায়গায় সমস্যা আছে, সেগুলো বুঝতে আমার অসুবিধা হবে না। যেখানে শূন্যতা পাবো, তা বন্ধ করে দেবো।
সুষ্ঠু নির্বাচনের জন্য কী ব্যবস্থা নেয়া হবে? এ প্রশ্নের জবাবে নতুন সিইসি বলেন, এমন একটা পরিবেশ সৃষ্টির উদ্যোগ নেবো, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারবেন। সেই ব্যবস্থা আমি করবো। সেটাই আমার কমিটমেন্ট এবং চেষ্টা হবে। আগের নির্বাচনগুলো থেকে শিক্ষা পেয়েছি। সেরকম যেন না হয়, সেই ব্যবস্থা নেবো।
তিনি আরো বলেন, সর্বোপরি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য জাতিকে একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই। এজন্য যেখানে যেখানে লুপহোলস থাকবে, সেগুলো ফ্ল্যাগস দিয়ে বন্ধ করাই হবে আমার কাজ।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!