হাতীবান্ধা (লালমনিরহাট)প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিজ ক্রয়কৃত ভোগদখলীয় জমি উদ্ধার ও ন্যায় বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন এক ভূক্তভোগী পরিবার।
উপজেলার গড্ডিমারী ইউনিয়নের সীমান্ত বাজার এলাকার নিজ বাড়ীতে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, ১৯৯১/৯২ইং সালে আমার বাবা এসএ খতিয়ানের মালিকের ওয়ারিসের কাছ থেকে জমি ক্রয় করে এবং খাজনা পরিশোধ ও খারিজ করে যা আজ পর্যন্ত অনলাইনে খাজনা পরিশোধ করা আছে। ৪৮২নং খতিয়ানের ২৩৬২ দাগে মোট জমি ৬ একর ১১শতক,তার মধ্যে এক একর ৮৬ শতক জমি ক্রয় করে,১৯৯৫ইং সাল পর্যন্ত ভোগদখল করি। ১৯৯৬ইং সালের প্রবল বন্যায় জমি নদীর গভের্ বিলিন ১৩/১৪ বছর থাকার পর যখন জেগে উঠলে আমরা চাষাবাদ করে যাই। উক্ত জমিতে আমার শস্য ক্ষেত থাকা অবস্থায় হালচাষ করে শস্য নষ্ট করে কবেদ আলী, মকবুল হোসেনগং ভুট্টা লাগায় এবং তারা আমারে বিরুদ্ধে আদালতে মামলা করে। আদালতের বিচারক বড়খাতা ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেন। আমাকে অবগত না করে ছয়মাস পর ভূমি কর্মকর্তা একটি ভুয়া প্রতিবেদন দেন। বর্তমানে একই এলাকার খাদেম আলী,মকবুল হোসেন ও কবেদ আলীগংসহ কতিপয় কিছুব্যক্তি আমাকে উক্ত জমি চাষাবাদ করতে বাঁধা দেয় এবং জীবনে মেরে ফেলাসহ বিভিন্ন রকমের হুমকি প্রদান করে আসছে। তাই আমি প্রশাসনের কাছে ন্যায বিচারের দাবী করছি।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :