মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের/তারেক রহমান এর ঈদ সামগ্রী বিতরণ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ০৭:৫০ পিএম

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের/তারেক রহমান এর ঈদ সামগ্রী বিতরণ

পারভেজ উজ্জ্বল,নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে অসচ্ছল মানুষের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে পঞ্চপুকুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। আজ ৩০ মার্চ রোববার দুপুরে সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ চত্বরে উপহার সামগ্রী তুলে দেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে পঞ্চপুকুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মমিনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু,প্রধান বক্তা হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম, সদস্য সচিব সিহাবুজ্জামান চৌধুরী সিহাব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী নুরানী প্রমুখ। 
প্রধান অতিথি রেদোয়ান হক বাবু বলেন,রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। বিশেষ করে অস্বচ্ছল ও দুঃস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসি। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোর্শেদ আজম বলেন,‍‍`স্বেচ্ছাসেবক দল সর্বদা জনগণের সেবায় নিবেদিত। আমরা চাই দেশের প্রতিটি মানুষ সুখে-শান্তিতে বসবাস করুক, বিশেষ করে ঈদের মতো পবিত্র দিনে কেউ যেনো না খেয়ে থাকে। এই আনন্দ যেনো সকল শ্রেণির মানুষ উপভোগ করতে পারে, সেটাই তারেক রহমানের নির্দেশনা। অনুষ্ঠানে পঞ্চপুকুর ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল হোসেন মাস্টার, সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু পারভেজ, মিনহাজ ইসলাম সহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!