সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

পলিথিন ব্যাগ ব্যবহারের খবর কি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৬:১২ পিএম

পলিথিন ব্যাগ ব্যবহারের খবর কি

পলিথিন ব্যাগ বন্ধে চেষ্টার ক্রুটি নেই। শুধু ব্যবহারকারীদের সচেতনাতাই পারে বন্ধ করতে পলিথিন ব্যাগ। ঘোষণা ছিল নভেম্বরের মধ্যে কাঁচা বাজার থেকে পলিথিন বন্ধ হবে। কিন্তু বাস্তবায়ন না হওয়ায় এবার বলা হচ্ছে মার্চ-এপ্রিলের মধ্যে সারাদেশে পলিথিনের শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে চায় সরকার। সে লক্ষে কাঁচা বাজার থেকে শুরু করে কারখানা পর্যায়ে অভিযান এবং মনিটরিং করছে পরিবেশ অধিদপ্তর। 
শনিবার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর কয়েকটি বাজারে অভিযান করে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একথা জানান।  পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। 
এদিকে গেলো বছরের পহেলা নভেম্বর থেকে সারাদেশের কাঁচা বাজারগুলো থেকে অবৈধ পলিথিনের ব্যবহার বন্ধের নির্দেশনা দেয় পরিবেশ অধিদপ্তর। কিন্তু দুই মাস পার হলেও বাজারের চিত্র পরিবর্তন হয়নি। 
সকালে রাজধানীর হাতিরপুল বাজারে গিয়ে এমনটাই দেখা যায়। এর কিছুক্ষণ পরই আসে পরিবেশ অধিদপ্তরের একটি মনিটরিং টিম। যার নেতৃত্বে ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। দুই-একজন ব্যবসায়ী পলিথিনের বিকল্প  ব্যাগ ব্যবহার করলেও অনেকের কাছেই পাওয়া যায় পলিথিনের ব্যাগ। তাদেও প্রাথমিকভাবে সতর্ক করে পরবর্তীতে আরও কঠোর হওয়ার ঘোষণা দেওয়া হয়।
আভিযানিক দল পলাশী বাজারে গিয়েও একই চিত্র দেখতে পান। কড়া ভাষায় এটির ব্যবহার বন্ধের নির্দেশনা দেন। বলেন, আগামীতেও একই অপরাধ করলে নেওয়া হবে ব্যবস্থা। 
আর কতো মাস গেলে নিষেধাজ্ঞা বাস্তবায়ন হবে, এমন প্রশ্নের জবাবে টিমের প্রধান পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস জানান, মার্চ এপ্রিলের মধ্যেই সারাদেশ থেকে পলিথিনের ব্যবহার বন্ধ হবে।
তবে, ক্রেতা-বিক্রেতার দাবি, বিকল্প ব্যবস্থা না করে বাজার থেকে পলিথিন তুলে দিকে বিপাকে পরবেন তারা। একই সঙ্গে উৎপাদন পর্যায়ে পলিথিন বন্ধ না করলে, এসব অভিযানকে ব্যর্থ বলে উল্লেখ করছেন কাঁচা বাজারের ব্যবসায়ীরা। সরেজমিনে ঢাকার বিভিন্ন গলিতে চলাচলকারী সবজির ভ্যানগুলোতে পলিথিনের ব্যবহার আগের মতই আছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!