সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৮ পৌষ ১৪৩২

মিষ্টি কুমড়ার বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৭:৩৭ পিএম

মিষ্টি কুমড়ার বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

আ.হা.দিনার :-চলতি মৌসুমে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের পূর্ব জাওয়ার গ্রামে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। এবছর এ এলাকায় মিষ্টি কুমড়ার চাষ আগের বছরের তুলনায় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি হয়েছে। মিষ্টি কুমড়া আমাদের দেশের একটি পরিচিত ও জনপ্রিয় সবজি। এটি দেখতে যেমন সুন্দর, তেমনি খেতে সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর। কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই মিষ্টি কুমড়া খাওয়া যায়।
এলাকার কৃষক আব্দুর রহিম ভূঁইয়া জানান, তিনি ৩৫ কাটা  জমিতে মিষ্টি কুমড়ার চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। বর্তমান বাজারদর অনুযায়ী ফসল বিক্রি করতে পারলে তিনি ভালোভাবে লাভবান হবেন বলে আশা করছেন। তিনি আরও বলেন, কৃষি অফিস থেকে তিনি নিয়মিত সহযোগিতা পাচ্ছেন। ফসলে কোনো সমস্যা দেখা দিলে উপসহকারী কৃষি কর্মকর্তাদের ফোন করলে তারা সরেজমিনে এসে প্রয়োজনীয় পরামর্শ দেন।আরেক কৃষক জানান, আগে তিনি ওই জমিতে ধান চাষ করতেন। কিন্তু বর্তমানে তিনি মিষ্টি কুমড়া চাষ করছেন, কারণ ধানের তুলনায় মিষ্টি কুমড়া চাষে লাভ অনেক বেশি।
তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায় বলেন, চলতি বছরে উপজেলায় সবজি চাষের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ২০ হেক্টর। তবে বাস্তবে আবাদ হয়েছে ১ হাজার ৪৯৫ হেক্টর জমিতে। এর মধ্যে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে ৪৭৪ হেক্টর জমিতে। সবচেয়ে বেশি মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে জাওয়ার ইউনিয়নে। আমরা কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি এবং যেন তারা সময়মতো সঠিক বীজ ও সার পান, সে বিষয়ে তদারকি করছি। উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে নিয়মিত কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছেন। আমরা নিয়মিত মনিটরিং করে যাচ্ছি।”

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!