শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

রাতে যশোরে রেজিস্ট্রি অফিসে আগুনে পুরলো তিনশ বছরের নথি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৯:২২ এএম

রাতে যশোরে রেজিস্ট্রি অফিসে আগুনে পুরলো তিনশ বছরের নথি

জেলা প্রতিনিধি: এবার যশোরে রেজিস্ট্রি অফিসের রেকর্ডরুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ৯টার দিকে হঠাৎ করেই রেকর্ডরুম থেকে ধোঁয়া ও আগুন দেখতে পান স্থানীয়রা। 
খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে এর আগেই আগুনে রেকর্ড রুমের ভেতরে থাকা প্রায় তিনশ বছরের পুরাতন গুররুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্থ হয়েছে।
যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!