বিপ্লব দাশ,বান্দরবান জেলা প্রতিনিধিঃ স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন,যদি আমরা আবারও গুম, বিচারবহির্ভূত হত্যাকান্ড,নির্যাতন ও আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, তাহলে আমাদের সবাইকে গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে`।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বান্দরবানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইন্সটিটিউট অডিটোরিয়াম হলে ও চড়ুই পাড়া এলাকায় নির্বাচনের গণভোট প্রচারকালে তিনি এসব কথা বলেন। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে গণভোটে ভোটের গাড়ি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেন, জনগণের ভোটের ওপর নির্ভর করছে আগামী বির্নিমাণে নতুন বাংলাদেশ। এই ভোটের মাধ্যমে যাতে অত্যাচারে ফিরে না গিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ দিকে এগিয়ে যায় সেদিকে লক্ষ্যে রাখতে হবে। এজন্য এবার জাতীয় নির্বাচনে দুটি ভোট হবে। গণভোট ও নির্বাচনের ভোট। গণভোটের যদি পক্ষে থাকেন তাহলে বাংলাদেশ মুক্ত থাকবে। ভবিষ্যতেও কখনও বিদেশী আধিপত্য বিস্তার করতে পারবে না। তাই আগামী নির্বাচনে তরুণ থেকে শুরু করে সব বয়সের মানুষের গণভোটের পক্ষ থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।
সবশেষে জেলা শহরে পানি স্যানিটেশন প্রকল্পের অনুষ্ঠানে যোগ দেন। সেখানে পানি সরবরাহ, ট্রি প্লান্ট স্থাপন ও পানি সংকটে নিরসনের আলোচনা হয়। এসময় স্থানীয় সরকার বিভাগে সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :