রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

এবার সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে যা জানালেন রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৬:৫৫ পিএম

এবার সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে যা জানালেন রিজওয়ানা

সেন্টমার্টিন দ্বীপে পর্যটকরা আগামী ১ নভেম্বর থেকে রাতযাপন করতে পারবেন কি না এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রোববার (১৯অক্টোবর)দুপুরে সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন,পর্যটকরা ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন। তবে সেখানে তারা রাতযাপন করতে পারবেন কি না সেই বিষয় পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।এর আগে, গত ২৫ সেপ্টেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন খুলে দেওয়ার ঘোষণা দেন।
ওই দিন উপদেষ্টা আরও জানান, প্রতিদিন ২ হাজার করে পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন। পর্যটকদের যাওয়া নিয়ন্ত্রণের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে রেজিস্ট্রেশনের ভিত্তিতে এই সফটওয়্যার পরিচালিত হবে।
প্রসঙ্গত, সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ও সামুদ্রিক পরিবেশ রক্ষার স্বার্থে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ৯ মাসের জন্য পর্যটক প্রবেশ বন্ধ ছিল। সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপে অতিরিক্ত পর্যটক প্রবেশ, অনিয়ন্ত্রিত বর্জ্য ফেলা ও প্রবাল ধ্বংসের কারণে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়। এ কারণে সরকার সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ নীতিমালা প্রণয়ন করে।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!