সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২১ মাঘ ১৪৩১

‘শরীরের সব অংশ ছুঁয়ে দেখি,রোজ’, কেন এমন ‘অদ্ভুত’ কাজ করেন তমন্না?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৫:৩৬ পিএম

‘শরীরের সব অংশ ছুঁয়ে দেখি,রোজ’, কেন এমন ‘অদ্ভুত’ কাজ করেন তমন্না?

দিনের শেষে স্নান করে ক্লান্তি দূর করেন এবং নিজের শরীরকে কৃতজ্ঞতা জানান তমন্না। এই অভ্যাসই নিজের শরীরকে ভালবাসতে শিখিয়েছে অভিনেত্রীকে। তমন্না ভাটিয়ার সৌন্দর্যে কুপোকাত অনুরাগীরা। ‘স্ত্রী ২’ ছবিতে ‘আজ কি রাত’ গানের সঙ্গে তাঁর শরীরী হিল্লোল ঝড় তুলেছিল অনুরাগীদের মনে। এ বার অভিনেত্রী উজাড় করে দিলেন নিজের সৌন্দর্যের রহস্য। কী ভাবে নিজেকে ও নিজের শরীরকে ভালবাসতে শিখেছেন, প্রকাশ করলেন অভিনেত্রী।
প্রতিটি দিনের শেষে স্নান করে ক্লান্তি দূর করেন এবং নিজের শরীরকে কৃতজ্ঞতা জানান তমন্না। এই অভ্যাসই নিজের শরীরকে ভালবাসতে শিখিয়েছে। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তমন্না বলেন,“আমি আমার নিজের শরীরকে ভালবাসি। দিনের শেষে আমি স্নান করি এবং নিজের শরীরের প্রতিটি অংশকে ধন্যবাদ জানাই। শুনে হয়তো অদ্ভুত লাগতে পারে। কিন্তু কেন করব না? আমি জানি, প্রতি দিন কতটা পরিশ্রম করতে হয়। তাই দিনের শেষে বাড়ি ফিরে শরীরের প্রতিটি অংশ ছুঁয়ে দেখি। তার কারণ, গোটা দিন আমার শরীরই আমার সঙ্গে থাকে।”
‘কাউকে দু’বার ক্ষমা করা যায়, কিন্তু তৃতীয় বার...’, ভাইপোকে কোন পরামর্শ দিলেন সলমন? সত্যিই সন্ন্যাস নিয়েছেন! বেদ-শাস্ত্র নিয়ে আদৌ ধারণা রয়েছে? চোখ বন্ধ করে জবাব মমতার শরীরকে ভালবাসার কথা এর আগেও তমন্না বলেছেন। এক সময়ে খুবই ক্ষীণদেহী ছিলেন অভিনেত্রী। সেই প্রসঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন,“একটা সময়ে আমি ভাবতাম, রোগা হলেই সুন্দর দেখতে লাগে। কিন্তু পরে বুঝলাম, আমার সত্যিই এর থেকে কোনও ভাল অনুভূতি হয় না। আসলে রোগা হওয়ার সঙ্গে ভাল অনুভূতির কোনও সম্পর্কই নেই।”
তামন্নাকে শেষ দেখা গিয়েছে ‘সিকন্দর কা মুকদ্দর’ ছবিতে। তাঁর সঙ্গে দেখা গিয়েছিল অবিনাশ তিওয়ারি, জিমি শেরগিল ও জসবিন্দর সিংহকেও। এর আগে ‘স্ত্রী ২’ও ‘বেদা’ ছবিতে দেখা গিয়েছে। আগামী দিনে অশোক তেজার পরিচালিত ছবিতে ‘ওডেলা ২’-তে দেখা যাবে।সুত্র-আনন্দবাজার

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!