রাজধানীর আইডিবি ভবন কাউন্সিল হলে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জাতীয় রাজস্ব বোর্ড জি এম আবুল কালাম কায়কোবাদ এবং কর অঞ্চল-২ এর কর কমিশনার ও বিসিএস ট্যাক্সেশন এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । সভাপতিত্ব করেন অ্যাডভোকেট এ এইচ এম মাহবুবুল সালেকিন। ঢাকা ট্যাক্সেস বারের নবনির্বাচিত কমিটি এমন একটি বড় আয়োজনের মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু করলো। প্রধান অতিথির বক্তব্যে নতুন ডিজিটাল ট্যাক্সেস আইন এবং ট্যাক্স প্রাকটিশনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। ঢাকা বার এসোসিয়েশনের সভাপতি, রাজশাহী বার এসোসিয়েশনের সভাপতি, নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ প্রায় পাঁচ হাজার সদস্য উপস্থিত ছিলেন। সকলের কল্যানার্থে বিশেষ দোয়া করা হয়।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :