বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

হলিউডের কোন তারকা কার পক্ষে ?

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ১২:২১ পিএম

হলিউডের কোন তারকা কার পক্ষে ?

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন চলছে। এই নির্বাচন ঘিরে আমেরিকায় বিগত কয়েক দিন ধরেই সব শ্রেণি-পেশার মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি হলিউডের অভিনয়শিল্পীরাও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখছেন ভোটের এই মহাউৎসবে।এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মূল প্রতিদ্ব›িদ্ব হলেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস।
দুই নেতার মধ্যে প্রতিযোগিতার মাঝে অনেক তারকা ইতোমধ্যেই তাদের পছন্দের প্রার্থীকে সমর্থন জানিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। হলিউডের সুপরিচিত গায়িকা টেইলর সুইফট কমলা হ্যারিসের সমর্থনে এগিয়ে এসেছেন। টেইলর কমলা হ্যারিসকে জানিয়েছেন, যদি তিনি নির্বাচনে দাঁড়ান,তবে তিনি তাকে ভোট দেবেন।
বিখ্যাত গায়িকা এবং গীতিকার বিয়ন্সেও কমলা হ্যারিসকে সমর্থন করছেন। সম্প্রতি,বিয়েন্সে কমলা হ্যারিসের সঙ্গে একটি ভিডিও শেয়ার করে তার সমর্থন জানান। টেইলর ও বিয়েন্সের মতো গায়িকা বিলি এইলিশও কমলাকে সমর্থন জানিয়েছেন।
এদিকে‘দ্য বস’নামে পরিচিত ব্রæরস স্প্রিংস্টিন ২৮ অক্টোবর ফিলাডেলফিয়ায় কমলা হ্যারিসের সমাবেশে পারফর্ম করে হ্যারিসের প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন। তিনি তার ১৯৭৮ সালের জনপ্রিয় গান ‘দ্য প্রমিজড ল্যান্ড’ গেয়েছেন, যা কমলা হ্যারিসের প্রচারণার মূল বার্তাকে নির্দেশ করে বলে অনেকেই ধারণা করছেন।
গায়ক গায়িকাদের পাশাপাশি জুলিয়া রবার্টস, অপেরা ওইনফ্রে, জেনিফার অ্যানিস্টন ও লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো বিশ্ববিখ্যাত তারকারা কমলা হ্যারিসের প্রতি নিজেদের সমর্থন জানিয়েছেন।
এদিকে অভিনেত্রী জেনিফার লোপেজও কমলা হ্যারিসকে সমর্থন করছেন। চার দিন আগে লোপেজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায় তিনি হ্যারিসের সমাবেশে যোগদান করেছেন।
অন্যদিকে জেসন অ্যাল্ডিয়ানের গত মাসে জর্জিয়ায় একটি সমাবেশে ট্রাম্পের প্রতি সমর্থন প্রদর্শন করেন। সাবেক রিয়েলিটি টিভি তারকা অ্যাম্বার রোজও ট্রাম্পকে সমর্থন করার লক্ষ্যে মিলওয়াকিতে ২০২৪ সালের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে যোগ দিয়েছিলেন।
এদিকে র‌্যাপার ওয়াকা ফ্লোকা ফ্লেম, মিউজিশিয়ান কিড রক এবং অভিনেতা জাচারি লেভি ট্রাম্পকে সমর্থন করছেন। সেই সঙ্গে কিম কার্দাশিয়ান, কেনি ওয়েস্ট, জন ভয়েটের মতো বিনোদন জগতের হেভি ওয়েট তারকারাও ট্রাম্পকে সমর্থন করেছেন। এর পাশাপাশি বিখ্যাত কুস্তিগীর হাল্ক হোগান এবং ব্যবসায়ী ইলন মাস্কও ট্রাম্পকে প্রেসিডেন্ট করার পক্ষে অবস্থান নিয়েছেন।
তবে, হলিউড তারকাদের সমর্থন তাদের ভক্ত অনুসারীদের পাশাপাশি সাধারণ নাগরিকদের কাছে কতটা প্রভাব বিস্তার করবে তা আজ নির্বাচনের মাধ্যমেই প্রকাশ পাবে। মূলত তারকাদের সমর্থন তাদের লাখো কোটি ভক্ত-অনুরাগীদের মনে প্রভাব ফেলতে পারে বলেই প্রতিটি প্রার্থীই নিজের পাশে জনপ্রিয় তারকাদের সমর্থন চান।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!