বলিউড তারকা দীপিকা পাডুকোন সন্তান ভুমিষ্ঠ হওয়ার অপেক্ষায় অধির হয়ে আছেন। এরইমধ্যে বক্স অফিসে ঝড় তুলছে তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাল্কি’। এতকিছুর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর একটি পুরোনো ভিডিও নিয়ে হইচই শুরু হয়েছে। ভিডিওতে তার অভিনয় ছাড়ার ইঙ্গিত রয়েছে।
বলিউড লাইফের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভাইরাল হওয়া পুরনো ভিডিওতে দীপিকা বলেন, মনের মানুষ খুঁজে পেলে আর তাকে বিয়ে করলে সুখী দাম্পত্যের জন্য অভিনয় ছাড়তেও আমি প্রস্তুত। তিনি আরও বলেন, একাধিক সন্তান নিয়ে সংসার জীবন উপভোগ করতে চাই। কারণ রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালোবাসি।
একাধিক সন্তানের পরিকল্পনা শোনার পর রণবীর ঘরনির ভক্তরা বলিউডে তার অনুপস্থিতি মেনে নিতে পারছেন না। অনেকেই হতাশ হয়েছেন প্রিয় অভিত্রেীর এমন মন্তব্যে। অন্তঃসত্ত্বা হওয়া সত্বেও মাতৃত্বকালীন ছুটি নেননি দীপিকা। বরং কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। কখনও সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত তিনি, আবার কখনও বা নিজের প্রসাধনী ব্র্যান্ডের জন্য।
আপনার মতামত লিখুন :