শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি রাজি পুতিন,তবে..

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০১:৪৭ পিএম

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি রাজি পুতিন,তবে..

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে কিছু শর্ত দিয়েছেন তিনি। পুতিন বলেছেন, তিনি যুদ্ধবিরতির প্রস্তাব সমর্থন করেন। তবে তার কিছু প্রশ্ন আছে। আজ শুক্রবার ক্রেমলিনে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ‘যুদ্ধবিরতির প্রস্তবে আমি রাজি। কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে, যা নিয়ে আলোচনা করতে হবে। তার মধ্যে অন্যতম হলো, সংকটের মূল কারণ দূর করতে হবে।’
রুশ প্রেসিডেন্ট বলেছেন,‘বিষয়টি নিয়ে আমাদের যুক্তরাষ্ট্রের সহযোগীদের সঙ্গে কথা বলতে হবে। আমিও ডোনাল্ড ট্রাম্পকে ফোন করতে পারি। ৩০ দিনের যুদ্ধবিরতি ইউক্রেনের জন্য ভালো। আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু খুঁটিনাটি বিষয়ে কথা বলতে হবে।’তার মধ্যে একটা বিষয় হলো,কুরস্ক এলাকা নিয়ে। রাশিয়ার কুরস্ক এলাকার কিছুটা অংশ ইউক্রেনের সেনা দখল করে রেখেছিল। পুতিন জানিয়েছেন, রাশিয়ার সেনা এখন কুরস্কে ইউক্রেনের সেনাকে ঘিরে ফেলেছে। তাদের হয় আত্মসমর্পণ করতে হবে,না হলে মরতে হবে।
পুতিনের প্রশ্ন,‘যুদ্ধবিরতির ৩০ দিনে কী হবে? ইউক্রেন কি নিজেদের সংগঠিত করবে ? মানুষকে প্রশিক্ষণ দেবে? আরো অস্ত্র জোগাড় করবে? নাকি এর কোনোটাই হবে না? তাহলে প্রশ্ন হলো, কীভাবে তার উপর নিয়ন্ত্রণ রাখা হবে?’
বৃহস্পতিবারই তিনি কুরস্কে রাশিয়ার কম্যান্ড পোস্টে গিয়েছিলেন। পরে ক্রেমলিনের সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, পশ্চিমা সংস্থাগুলি যদি আবার রাশিয়ায় ফিরতে চায়, তাহলে তিনি তাদের স্বাগত জানাবেন। তিনি জানিয়েছেন, পশ্চিমা সংস্থাগুলি যে বাজার ছেড়ে গেছিল, তা ইতিমধ্যেই রাশিয়ার সংস্থা দখল করে নিয়েছে। পশ্চিমা সংস্থাগুলি এখন ফিরতে চাইলে তাদের কিছু শর্ত মানতে হবে। তবে যারা ফিরতে চায়, তারা অবশ্যই স্বাগতপুতিন বলেছেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র যদি শক্তি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে মতৈক্যে পৌঁছায়, তাহলে তারা আবার ইউরোপের দেশগুলিকে গ্যাস সরবরাহ করবেন।
রাশিয়া ও ইউক্রেনের জন্য কিথ কেলোগকে তার দূত হিসাবে নিয়োগ করেছেন ট্রাম্প। কিন্তু তাকে নিয়ে রাশিয়ার আপত্তি আছে। মার্কিন ব্রডকাস্টার এনবিসি-কে রাশিয়ার সূত্র জানিয়েছে,পুতিন মনে করেন,কেলোগ ইউক্রেনের ঘনিষ্ঠ। সৌদিতে আলোচনায় কেলোগকে দেখা যায়নি। আরো কিছু উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি অনুপস্থিত ছিলেন।কেলোগ অতীতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে কড়া মনোভাব দেখিয়েছেন। গতবছর বড়দিনে ইউক্রেনের শহরগুলিতে রাশিয়ার আক্রমণ তিনি মেনে নিতে পারেননি।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!