বলিউডের অন্যতম আইকনিক দম্পতি কাজল ও অজয় দেবগণ দুজনেই অভিনয়জগতে বহুদিনের অভিজ্ঞ এবং প্রতিভার পোক্ত পরিচয় দিয়েছেন। এমন জুটির মেয়ে হলে ধরে নেওয়াই যায় যে অভিনয়ের প্রতি তার টান থাকবেই। কিন্তু, বাস্তব বলছে অন্য কথা।
সম্প্রতি,একটি অনুষ্ঠানে কাজল স্পষ্ট জানিয়ে দিলেন নাইসার এখনই বলিউডে আসার কোনও পরিকল্পনা নেই। কাজলের কথায়, “একদমই না। নাইসা এখন ২২ বছরের হতে চলেছে... আর আমি যতটুকু জানি, ও ঠিক করে ফেলেছে যে ও বলিউডে আসবে না।”
এর আগেও একটি সাক্ষাৎকারে কাজল ভাগ করে নিয়েছিলেন মেয়ে নাইসারর রসবোধের কিসসা। অভিনেত্রীর কথায় উঠে এসেছিল মেয়ের সঙ্গে কাটানো তাঁর একটি দারুণ মজার মুহূর্ত। তিনি নাইসাকে একবার বলেন, “যখন মা হবি, তুই যেমন ঠিক তেমন একটা মেয়ে হবে তোর, সেদিন বুঝবি আমার জ্বালা।”এই কথার উত্তরে নাইসা তৎক্ষণাৎ বলে বসে— “না মা। খুব চাই আমার যেন ছেলে সন্তানই হোক, কারণ আমি আমার মতো কোনও কন্যাসন্তানকে সামলাতে পারব না!” এমন জবাব শুনে কাজল হেসে উঠে বলেন, “এবার বুঝলি তো!”
প্রসঙ্গত, যাঁরা অভিনেতা-অভিনেত্রী হওয়ার স্বপ্ন বুনছেন সেইসব নতুন প্রতিভাদের জন্য সেই অনুষ্ঠানে কাজল টিপস দিলেন- `সবার সব উপদেশ শোনার প্রয়োজন নেই। শুনো না। অনুষ্ঠানে কাজলকে প্রশ্ন করা হয়, তিনি নতুনদের কী পরামর্শ দিতে চান? তৎক্ষণাৎ কাজল বলেন,“প্রথম কথা, দয়া করে সবার কথা শুনে নিজের সিদ্ধান্ত নিও না। ১০০ জন উঠে দাঁড়িয়ে বলবে নাক পাল্টাও, গায়ের রং পাল্টাও, চুলের স্টাইল বদলাও। এসব ভীষণ নিরুৎসাহজনক হতে পারে।” তিনি আরও যোগ করেন,“আমি চাই নতুন প্রজন্মের অভিনেতারা নিজের নিজস্বতা নিয়ে আসুক, অন্যের ছাঁচে যেন না পড়ে যায়।”-সুত্র-আজকাল
আপনার মতামত লিখুন :