বৃহস্পতিবার মধ্যরাত আড়াইটার দিকে সাইফের বান্দ্রার বাড়িতে হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে সাইফ আলি খানের ওপরআক্রমণ করে। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। ঘটনার বিবৃতি দিয়েছেন সাইফ আলি খানের স্ত্রী কারিনা কাপুর খান।
সংবাদমাধ্যমে দেয়া বিবৃতিতে কারিনা জানিয়েছেন, ‘সাইফ হাতে আঘাত পেয়েছেন। আর তাই হাসপাতালে ওর চিকিৎসা চলছে। পরিবারের অন্য সদস্যরা ভালো আছেন। পুলিশ এরই মধ্যে তদন্তের কাজ শুরু করেছে। আমরা মিডিয়া আর ভক্তদের ধৈর্য রাখার জন্য আবেদন জানাচ্ছি। অনুগ্রহ করে এ নিয়ে কেউ কোনো গুজব ছড়াবেন না। এ ঘটনায় আপনারা সবাই যে উদ্বেগ প্রকাশ করছেন ও দুশ্চিন্তায় আছেন, এ কারণে আপনাদের ধন্যবাদ।’ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, গতকাল রাতে এক অনুষ্ঠানে হাজির ছিলেন কারিনা। তিনি তার বোন কারিশমা কাপুর, অভিনেত্রী সোনম কাপুর, রিয়া কাপুরসহ অন্য বন্ধুদের সঙ্গে একটি আয়োজনে উপস্থিত ছিলেন। তবে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন কি না, নিশ্চিত হওয়া যায়নি।তবে কারিনা নিজেই তার বোনেদের সঙ্গে ডিনারের একটি ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে, তিনি লেখেন, ‘গার্লস নাইট ইন’। এর কিছুক্ষণ পরেই হামলার শিকার হন সাইফ।
এদিকে সাইফের শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতাল সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, অস্ত্রোপচারের পর অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করেছেন চিকিৎসকেরা। সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ সম্পন্ন হয়েছে।আরও জানা গেছে, সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকেরা মনে করছেন এটা ছুরিরই ভাঙা অংশ।
অন্যদিকে মধ্যরাতে সইফের বাড়িতে ঢুকে হামলা এবং ডাকাতির চেষ্টার ঘটনায় তিন সন্দেহভাজনকে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :