রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

গ্রেপ্তার হওয়া সাবেক ওসি থানা থেকে পালালেন

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ১১:৩৬ পিএম

গ্রেপ্তার হওয়া সাবেক ওসি থানা থেকে পালালেন

অনেক খোজাখুজি করে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছিল ওসি শাহ আলমকে। কিন্তু থানা থেকে ওসি পালিয়ে গেছেন। পুলিশ পুলিশের চোক ফাকি দিয়েছে নাকি সুযোগ করে দিয়েছে পালিে যেতে। এ নিয়ে সমাােলোচনার ঝড় বইছে। গ্রেপ্তার হওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নাম শাহ আলম। তিনি রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন। তিনি এই থানারই সাবেক ওসি ছিলেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে এ তথ্য জানা যায়। ওসির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, তাকে ধরতে একাধিক টিম কাজ করছে।
পুলিশ সূত্রে জানা যায়,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কুষ্টিয়া থেকে গ্রেপ্তার হন ওসি শাহ আলম। এরপর গত বুধবার তাকে ঢাকায় আনা হয়। এরপর শাহ আলমকে রাখা হয় রাজধানীর উত্তরা পূর্ব থানার বর্তমান ওসির কক্ষে। কিন্তু সেখান থেকেই সকালে পালিয়ে গেছেন তিনি।
জানা গেছে,ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ২ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি হত্যার মামলায় তাকে আসামি করা হয়।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!