মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

সালমানের বিরুদ্ধে ২২ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৭:২৬ পিএম

সালমানের বিরুদ্ধে ২২ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ

করোনাভাইরাসের টিকা কেনার নামে রাষ্ট্রের ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার ১৭ মার্চ তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
তিনি বলেন, ভারত থেকে আমদানি করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড ১৯ টিকা বিতরণের খরচ দেখানো হয়েছে ৪০ হাজার কোটি টাকা, কিন্তু প্রকৃতপক্ষে খরচ হয়েছে ১৮ হাজার কোটি টাকা। বাকি ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন সালমান এফ রহমান ও তার সিন্ডিকেট।
এ দুর্নীতি অনুসন্ধানে দুদকের উপপরিচালক আফরোজ হক খানকে প্রধান করে চার সদস্যদের একটি অনুসন্ধান টিমও গঠন করা হয় বলেও জানা গেছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৯ ডিসেম্বর সালমান এফ রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক।এরও আগে,গত বছরের ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় ঢাকার সদরঘাট থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে কারাগারে আছেন সালমান এফ রহমান।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!