দুর্নীতিবাজ শিখরের আয়ের কোন সীমাপরিসীম ছিল না। ছিলেন ১০ বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস পরে হয়েছিলেন রাতের ভোটের এসপি। এবার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় এই সাবেক এমপি সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
ওবিবার ২৩ মার্চ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এর আগেও, গত বছরের ১৫ অক্টোবর দুদকের আবেদনে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। উল্লেখ্য, সাইফুজ্জামান শিখর স্বৈরাচার শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ছিলেন। ২০১৮ সালে নির্বাচনে তিনি মাগুরা-১ আসনের এমপি হন। তবে তার আগে ২০০১ সালের একসময়ে সুধাসধনের নিরাপওা(শেখ হাসিনার )টিমে ১০ হাজার টাকায় অর্ন্তভুক্ত হওয়া শিখর ২০০৯ সালে আওযামী লীগ ক্ষমতায় আসার সাথে আলাদিনের চেরাগ এসে ধরা দেয়।
আপনার মতামত লিখুন :