শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

এবার শেখ রেহানার স্বামীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ১২:৪২ এএম

এবার শেখ রেহানার স্বামীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক: আট কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
এজাহারে বলা হয়, অনুসন্ধানকালে শফিক আহমেদ সিদ্দিকের নামে ১৫ কোটি ৩২ লাখ ৮৮ হাজার টাকার সম্পদ পাওয়া যায়। পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া যায় ২ কোটি ৬৫ লাখ টাকার। ব্যয়সহ অর্জিত মোট সম্পদ ১৭ কোটি ৯৭ লাখ ৯১ হাজার টাকার। তার নামে ৯ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকার আয়ের বৈধ উৎস পাওয়া যায়। এই হিসাব অনুযায়ী তার নামে ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
দুদক জানায়, অভিযোগ সংশ্লিষ্ট ড. শফিক আহমেদ সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন, ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব বিজনেস রিসার্চের চেয়ারপারসন এবং বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির ভাইস চেয়ারপারসন হিসাবে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ওই সময় তিনি বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকান্ডের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!