মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

জাতীয় রাজস্ববোর্ডের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৫:৫৫ পিএম

জাতীয় রাজস্ববোর্ডের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

একে তো চুরি তারউপর সিনাজুড়ি। এবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১ জুলাই) দুদকের জনসংযোগ দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
যেসব কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে, তারা হলেন-অতিরিক্ত কমিশনার আব্দুল রশীদ মিয়া, সদস্য লুৎফুল আজীম, সাবেক সিআইসি অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন,উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম ও যুগ্ম কমিশনার মো. তারেক হাছান। এর আগে, গত ২৯ জুন এনবিআরের আরও ছয় কর্মকর্তার বিদ্ধে অনুসন্ধান শুরুর ঘোষণা দেয় দুদক,যাদের বেশিরভাগই ছিলেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য। নতুন তালিকায় থাকা পাঁচজনের মধ্যেও তিনজন এ পরিষদের সদস্য বলে জানা গেছে।এর আগে গত সোমবার (৩০ জুন) বিকেলে অর্থ বিভাগের উপদেষ্টার অফিসে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘কোনো পক্ষপাত ছাড়া সবাইকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। যদি কেউ দুর্নীতিতে জড়িত না থাকে, তাহলে তার ভয় পাওয়ার কিছু নেই।’
তিনি আরও বলেন, ‘জাতীয় স্বার্থে কখনোই মতপার্থক্যের কারণে বন্দর বা সেবা বন্ধ রাখা উচিত নয়। এনবিআর কর্মকর্তাদের আন্দোলন দেশের ক্ষতি করেছে। এই পরিস্থিতি মোটেই গ্রহণযোগ্য নয়।’ড. সালেহউদ্দিন আহমেদ জানান, সরকার দুদকের অনুসন্ধানে কোনো হস্তক্ষেপ করছে না। এনবিআরের বিরুদ্ধে অনুসন্ধান দুদকের নিজস্ব সিদ্ধান্তেই শুরু হয়েছে।
দীর্ঘদিনের চলমান অচলাবস্থার অবসান ঘটিয়ে ৩০ জুন এনবিআরের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা সব ধরনের কর্মবিরতি ও কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন এবং কাজে ফিরে যান।এর আগে ২৯ জুন রাতে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত জানায়।গত ১২ মে থেকে এনবিআরের সংস্কার উদ্যোগ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন কর্মকর্তারা। এতে রাজস্ব আদায় কার্যক্রমে ব্যাঘাত ঘটে এবং সেবা কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!