সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

কক্সবাজারের জাফর ধানমন্ডি থেকে গ্রেপ্তার

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৫:১৬ পিএম

কক্সবাজারের জাফর ধানমন্ডি থেকে গ্রেপ্তার

পর্যটন নগরী কক্সবাজারের পলাতক সাবেক এমপি মো. জাফর আলমকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৭ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।পুলিশ জানিয়েছে, সাবেক এমপি মো. জাফর আলমের বিরুদ্ধে একাধিক মামলা আছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
উল্লেখ্য, ২০১৮ সালে আওয়ামী লীগের টিকিটে রাতের ভোটে প্রথম সংসদ-সদস্য নির্বাচিত হয়েছিলেন জাফর আলম। তবে বিভিন্ন অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন এবং স্থানীয়দের ওপর নির্যাতন-নিপীড়ন চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আর নৌকায় উঠতে পারেননি জাফর আলম। পরে স্বতন্ত্র নির্বাচন করে তিনি পরাজিত হন। জানাগেছে দখল-দুর্নীতির অভিযোগের পাহাড় তার বিরুদ্ধে রযেছে। 
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!