এস আলম গ্রæপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা এক হাজার ৩৬০টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এ আবেদন করেন।
আদালত সূত্রে জানা যায়,এস আলম গ্রæপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১ হাজার ৩৬০টি একাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ২ হাজার ৬১৯ কোটি টাকা রয়েছে।
এর আগে, গত ১৬ জানুয়ারি এস আলম ও তার পরিবারের সদস্যদের ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন একই আদালত। গত ৩ ফেব্রæয়ারি ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার পাঁচশ টাকা মূল্যের ১৭৫ বিঘা সম্পদ জব্দের আদেশ দেন আদালত।
আপনার মতামত লিখুন :