মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

হেনরীর স্বামী-সন্তানসহ দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৭:৪৫ পিএম

হেনরীর স্বামী-সন্তানসহ দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা

হাসিনা সরকারের গ্রেফতারকৃত দুর্নীতির গড মাদার সাবেক এমপি, জান্নাত আরা হেনরী, তার স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে গত ১৯ সেপ্টেম্বর তাদের ৬০ দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।
এদিন মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ তাদের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
ওই আবেদনে বলা হয়, জান্নাত আরা হেনরী, তার পোষ্যগণ জ্ঞাত আয়বহির্ভূতভাবে অর্থ,স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্য, সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ আলামত এবং অবৈধ টাকাসহ যে কোনো মুহূর্তে দেশত্যাগ করতে পারে। এজন্য তাদের বিদেশ গমন রোধ করা আবশ্যক। অভিযোগ আছে সাবেক  শেখ হাসিনা সরকারের উপদেষ্টা মরহুম এইচটি ইমারে সহযোগী জান্নাতআরা হেনরী গত ১৫ বছওে শত না হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়ে তুলেন।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!