সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

দেশত্যাগে নিষেধাজ্ঞা নিক্সন-তারিন দম্পতিসহ খাইরুল-আবেদের

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৩:৩২ পিএম

দেশত্যাগে নিষেধাজ্ঞা নিক্সন-তারিন দম্পতিসহ খাইরুল-আবেদের

দুর্নীতি দমন কমিশন (দুদক)এর আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক এমপি মুজিবুর রহমান চৌধুরীর নিক্সন ও তার স্ত্রী তারিন হোসেনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব খাইরুল ইসলাম এবং পিএসসির প্রশ্ন ফাঁস কান্ডে জড়িত পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (২৪ফেব্রæয়ারি) দুদকের পৃথক তিন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব) এর আদালত এসব আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম আসামি নিক্সন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।আবেদনে বলা হয়,মজিবুর রহমান চৌধুরীর (নিক্সন চৌধুরী) ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। তাই এসব ব্যক্তিরা দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!