ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাবেক শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছয়টি ব্যাংক হিসাবের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব ব্যাংক হিসাবে ৪৪ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছে বলে জানায় দুদক।
দুদকের তথ্য অনুযায়ী, সালমান এফ রহমানের ছয়টি ব্যাংক হিসাবে জমা হয়েছে ২৭ কোটি ৫৮ লাখ টাকা। আর উত্তোলন করা হয়েছে ১৭ কোটি ৩৫ লাখ টাকা। বর্তমানে তাঁর ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ ১০ কোটি ৩৩ লাখ টাকা।এর বাইরে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের নামে তিনটি ব্যাংক হিসাবের তথ্য পেয়েছে দুদক। এসব ব্যাংক হিসাবে ৮৫ কোটি ৯৩ লাখ টাকা জমা এবং ৮৩ কোটি ৬৭ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে ওই তিনটি ব্যাংক হিসাবে জমা আছে ২ কোটি ২৬ লাখ টাকা।
দুদকের তথ্য অনুযায়ী,সালমান এফ রহমানের স্ত্রী সৈয়দা রুবাবা রহমানের নামে তিনটি ব্যাংক হিসাবের তথ্য পেয়েছে দুদক। এসব ব্যাংক হিসাবে ১০৪ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছে। জমা হয় ৫২ কোটি ৮০ লাখ টাকা। উত্তোলন করা হয়েছে ৫১ কোটি ৬৮ লাখ টাকা। বর্তমানে জমা রয়েছে ১ কোটি ১২ লাখ টাকা। এর বাইরে সালমান এফ রহমানের ভাই এ এস এফ রহমানের নামে চারটি ব্যাংক হিসাবের তথ্য পেয়েছে দুদক। এসব ব্যাংক হিসাবে ২২৫ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে। ব্যাংক হিসাবে জমা হয় ১১৮ কোটি ৬৭ লাখ টাকা। আর উত্তোলন করা হয় ১০৬ কোটি ৯১ লাখ টাকা। বর্তমানে এসব ব্যাংক হিসাবে জমা রয়েছে ১১ কোটি ৭৬ লাখ টাকা।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সালমান এফ রহমান, তাঁর পরিবারের সদস্য ও সহযোগীদের নামে থাকা ৩৭২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান। এখন পর্যন্ত সালমান এফ রহমানের ১১ মামলায় মোট ৬০ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। তিনি কারাগারে রয়েছেন।
দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, সালমান এফ রহমান ও অন্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। দুদক জানতে পেরেছে, সালমান এফ রহমান ও তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা এসব ব্যাংক হিসাবের অর্থ হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করছেন। গত ১৩ জানুয়ারি সালমান এফ রহমান, তাঁর পরিবারের সদস্য ও সহযোগীদের নামে থাকা ২৫০ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ক্রোক করা এসব সম্পদের বেশির ভাগই রয়েছে ঢাকার দোহারে।
আপনার মতামত লিখুন :