সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

দীপু মনির স্বামীসহ ২২ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০৮:০৭ পিএম

দীপু মনির স্বামীসহ ২২ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ

দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনির ১৮টি এবং তার স্বামী তাওফিক নেওয়াজের ৪টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে দীপু মনির ৬ কোটি ১১ লাখ ৮৬ হাজার ৮৫৬ টাকা এবং তাওফিক নেওয়াজের ৫ লাখ ৮৭ হাজার ৫৩৫ টাকা রয়েছে।বৃহস্পতিবার ১০ এপ্রিল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দীপু মনি এবং তার স্বামীর ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ চেয়ে দুদকের পক্ষ থেকে পৃথক দুটি আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করেছেন।দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক এসএম রাশেদুল হাসান ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
দীপু মনির ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আবেদনে বলা হয়েছে, ডা. দীপু মনি তৈমুর নাওয়াজ ও জাওয়াদুর রহিম ওয়াদুদ নামীয় অ্যাকাউন্টগুলোর মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টগুলোতে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন করেছেন। অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন মর্মে তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার এসব অ্যাকাউন্ট অবরুদ্ধ করা আবশ্যক। 
তার স্বামীর অবরুদ্ধের আবেদনে বলা হয়, তাওফিক নেওয়াজ ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক প্রতিষ্ঠানে সন্দেহজনক লেনদেন হয়েছে। অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন মর্মে তদন্তকালে বিশ্বস্থ সূত্রে জানা গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব অ্যাকাউন্টগুলো অবিলম্বে ফ্রিজ করা আবশ্যক।
উল্লেখ্য,গত ১৯ আগস্ট বারিধারা এলাকা থেকে দিপু মনিকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!