রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ঢাকা মহানগরে ৩ দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০৫:১৪ পিএম

ঢাকা মহানগরে ৩ দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ নপঐসমযা) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জানা গেছে,বর্তমানে ৎুভয় ১২ লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত। এছাড়া পুরাতন প্যাডেলচালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে।
রাজধানীর মূল সড়কের চেয়ে অলিগলিতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেশি। সুযোগ পেলে মূল সড়কেও দাপিয়ে বেড়ায় এসব রিকশা। রাজধানীর খিলগাঁও, মান্ডা, বাসাবো, মানিকনগর, রামপুরা, বাড্ডা, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কদমতলী, সবুজবাগ, শ্যামপুর, ডেমরা,মোহাম্মদপুর,বছিলা,জিগাতলা,লালবাগ,বেড়িবাধ,গাবতলী, উত্তরা, ভাটারা, দক্ষিণখান, উত্তরখান, ময়নারটেক, মিরপুর, পল্লবী এলাকায় ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বেশি। জানা গেছে রাজধানীতে প্রতিদিন এক হাজার ব্যাটারিচালিত রিকশা তৈরী করা হচ্ছে। এসব এলাকা ছাড়াও রাজধানীর প্রায় সর্বত্র ব্যাটারিচালিত রিকশার চলাচল রয়েছে। ফলে নিয়মিত ঘটছে দুর্ঘটনা। অনেকে আহত হচ্ছেন,প্রাণহানির ঘটনাও ঘটছে।ঢাকার দুই সিটি করপোরেশন কয়েক দফা অভিযান চালালেও থেমে নেই অবৈধ এসব বাহনের দৌরাত্ম্য। বিগত সরকারের রাজনৈতক ছত্রছায়ায় এসব ব্যাটারিচালিত রিকশা তেরি এবং জমজমাট ব্যবসা দির্ঘদিন যাবত চললেও বলার সাহস পেতো না কেউ। সড়ক ও সেতু মন্ত্রণালয়ধীন বিআরটিএ এই অবৈধ যান বন্ধ করার চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েও সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে পিছিয়ে আসে।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!