শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ার নমরুদখ্যাত উবায়দুল মোকতাদির চৌধুরী গ্রেপ্তার

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ১১:০১ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নমরুদখ্যাত উবায়দুল মোকতাদির চৌধুরী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নমরুদখ্যাত সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরচৌধুরী গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। কী মামলায় উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানায়নি পুলিশ। তবে ডিবি কর্মকর্তা রেজাউল করিম মল্লিক বলেছেন,সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে ৬টি হত্যা মামলাসহ অন্তত ৯টি মামলা হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে গেছেন। অনেক নেতা দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের একের পর এক গ্রেপ্তার করছে পুলিশ। ইতোমধ্যে সাবেক মন্ত্রী, নেতা ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের মিলিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে মুক্তাদির গ্রেপ্তারের খবরে ব্রাক্ষবাড়িয়ায় আনন্দ বইছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এলাকার মানুষ মন্তব্য করছে ব্রাক্ষমনবাড়িয়ার নমরুদ উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার হয়েছে। যিনি এলাকার মসজিদ-মাদ্রাসার মুসল্লি ছাত্র-জনতাকে উপেক্ষা করত। নামাজ পড়তা না। মুসল্লি দেখলে তাদেরকে পাওা দিতো না। এজন্য তাকে এলাকায় নমরুদ বলা হতো।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!