শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সাবেক হুইপ গিনি ৩ দিনের রিমান্ডে

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ০৯:৩৬ এএম

সাবেক হুইপ গিনি ৩ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় রবিউস সানি শিপু নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১ অক্টোবর মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া সুলতানা শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন। আশুলিয়া থানার মামলায় তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান ভূইয়া আসামিকে আদালতে হাজির করে ১০ দিনে রিমান্ড আবেদন করেন।এর আগে গতকাল সোমবার রাতে মাহবুব আরা বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে গিনিকে আদালতে হাজির করে সিজেএম আদালতের হাজতখানায় রাখা হয়। রিমান্ড শুনানিকালে তাকে এজলাসে তোলা হয়।
গত ৪ আগস্ট বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে রবিউস সানি শিপু আহত হন। আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তবে তাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরে চিকিৎসা শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুুদ্ধে মামলা করেন শিপু।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!