শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

সাবেক অর্থমন্ত্রী ও নৌ-প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দিনাজপুুরে মামলা

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৭:৫৭ পিএম

সাবেক অর্থমন্ত্রী ও নৌ-প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দিনাজপুুরে মামলা

দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও সাবেক নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ ১২৬ জনকে আসামি করে আদালতে একটি মামলা হয়েছে।বুধবার (৮জানুয়ারি) দিনাজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম এর আদালতে এ মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার বাদী দিনাজপুর সদর উপজেলার দাড়াইল গ্রামের মমতাজুর রহমানের স্ত্রী মাহবুবা আক্তার তার ছেলে ভুক্তভোগী মুবাশ্বের রহমান গুলিবিদ্ধ ও আহত হওয়ার ঘটনার অভিযোগ উপস্থাপন করে মামলাটি দায়ের করেছেন। ২০২৪ সালের ৪ আগস্ট দিনাজপুর সদর জেনারেল হাসপাতালের সম্মুখে মোবাশ্বের সহ অসংখ্য লোকজন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে  যোগ দেয়। ওইদিন দুপুরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা ও গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনার অভিযোগ উপস্থাপন করে মামলাটি আদালতে দায়ের করেছেন।
বাদী তার মামলায় অভিযোগ করেন, ২০২৪ সালের ৪ আগস্ট দিনাজপুর সদর জেনারেল হাসপাতালের সম্মুখে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলা-কালীন আওয়ামী লীগ নেতা-কর্মীরা আন্দোলনকারীদের  উপর গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণ এবং লাঠিসোঁটা নিয়ে মারপিট করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ওই হামলায় বাদীর পুত্র ভিকটিম মোবাশ্বের সহ আন্দোলনে অংশ নেওয়া  বেশ কিছু সংখ্যক ছাত্র- জনতা গুলিবিদ্ধ ও গুরুতর আহত হয়।
বাদীর ছেলেকে ওই দিন আসামিরা সদর হাসপাতালে ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য ভর্তি করতে বাধা দেয়। ফলে বাদী পুত্র ভিকটি মোবাশ্বের তার বাড়িতে থেকে ব্যক্তিগত ভাবে চিকিৎসা নিয়েছে। এরপর গত ৮ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত বাদীর পুত্র মোবাশ্বের সদর হাসপাতালে বহি বিভাগে চিকিৎসা নিয়েছেন। মোবাশ্বের নিজের বাড়িতে থেকে দীর্ঘ সময় চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
ঘটনার পর বাদীর পুত্র অসুস্থ থাকায় এই ঘটনায় মামলা দায়ের করতে পারে নাই। বর্তমানে ভিকটিম মোবাশ্বের এর মাতা মাহবুবা  আক্তার  বাদী হয়ে দিনাজপুর সদর  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতে ১২৬ জন স্বামীর নাম উল্লেখ করে মামলাটি দায়ী করেছেন। 
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!