আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক, সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার াালম, সাবেক এমপি বাহার,তার মেয়ে সুচনা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ ১৭ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের নতুন কমিশন এই নিষেধাজ্ঞার অনুমোদন প্রদান করে। অভিযোগ রয়েছে, তারা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি ভোরের কাগজকে নিশ্চিত করেছেন।
আমু ও লাকী ছাড়া যাদের বিদেশযাত্রার নিষেধাজ্ঞার অনুমোদন দেয়া হয়েছেন তারা হলেন-সাবেক সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহি, বগুড়া ২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মহমিনা আাক্তার, সাবেক রেলমন্ত্রী মজিবুল হক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তার স্ত্রী সিলভিয়া পারভিন। শাহরিয়ার আলমের সন্তান সাদমান শাহরিয়ার, আহনাফ শাহরিয়ার, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র তাসনিম বাহার সূচনা ও তার পিতা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন বাহার। এছাড়া আমির হোসেন আমুর পালিত কন্যা সুমাইয়া। আমুর পিএ, ফররুখ মজিদ মাহমুদ কিরণ ও তার স্ত্রী রাফেজা মজিদ, হোটেল রিজেন্সির ব্যবস্থাপনা পরিচালক কবির রেজা ও তার স্ত্রী রোকেয়া খাতুন। বিস্তারিত আসছে.........
আপনার মতামত লিখুন :