পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার(৪ফেব্রæয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ধানমন্ডি এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
রেজাউল করিম মল্লিক আরও বলেন, শেখ হাসিনার পরিবারকে লাখ লাখ কোটি টাকার আর্থিক সুযোগ সুবিধা পাইয়ে দিতে সহযোগিতা করেছেন শিবলী রুবাইয়াত। এছাড়া তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। দুদকের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বিএসইসি সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতসহ ৯ জনের পাসপোর্ট বাতিল করে সরকার। এছাড়া তাদের পাসপোর্ট বাতিল করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে।
অন্য আটজন হলেন–বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান ও রেজাউল করিম,পরিচালক শেখ মাহবুব-উর-রহমান ও মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক এস কে মো. লুৎফুল কবির এবং যুগ্ম পরিচালক মো. রশীদুল আলম। এই ৯ জনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে,বিএসইসিতে থাকাকালীন তারা শেয়ারবাজারে লুটপাটে সহায়তা এবং অবৈধ সম্পদ অর্জন করেছেন।
আপনার মতামত লিখুন :