মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩১

সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রæয়ারি প্রকাশিত হবে ছয়টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৮:২৭ পিএম

সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রæয়ারি প্রকাশিত হবে ছয়টি

আগামী ৮ ফেব্রæয়ারি (শনিবার) ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (৪ ফেব্রæয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ড. আসিফ নজরুল বলেন,৮ ফেব্রæয়ারি কমিশনের প্রধানরা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কারের সুপারিশনামা উপস্থাপন করবেন। এই সুপারিশের ভিত্তিতে ফেব্রæয়ারির মাঝামাঝি জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হবে। আলোচনা শেষে ঐক্যমত্যে পৌঁছানো বিষয়গুলো সংবিধানে সংযোজন করা হবে।”
তিনি আরও জানান, ৮ ফেব্রæয়ারি ছয়টি সংস্কার কমিশনের কাজ আনুষ্ঠানিকভাবে শেষ হবে এবং সেদিন থেকেই জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ শুরু হবে। কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে।
আইন উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, রাজনৈতিক দলগুলো রাজি থাকলে এই আলোচনা রমজান মাস পর্যন্ত চালিয়ে নেওয়া সম্ভব হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ দেশের রাজনৈতিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!