সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

নির্বাচিত সরকার দায়িত্ব না নেয়া পর্যন্ত শান্তি-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে হবে- সেনাপ্রধান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০২:১৫ পিএম

নির্বাচিত সরকার দায়িত্ব না নেয়া পর্যন্ত শান্তি-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে হবে- সেনাপ্রধান

নির্বাচিত সরকার দায়িত্ব না নেয়া পর্যন্ত দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (২৪ ফেব্রæয়ারি) দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, আমরা ভাবছিলাম যে দ্রæত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। কাজ যেহেতু বহুদিন ধরে করে যেতে হচ্ছে তাই আমাদের ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের সাথে দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে।
তিনি আরও বলেন, আমরা দেশে যতদিন না একটা নির্বাচিত সরকার পাই,ততদিন শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে। দায়িত্ব পালনের সময় উশৃংখল কাজ করা যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কাজ করতে গিয়ে বল প্রয়োগ করা যাবে না উল্লেখ করে ওয়াকার-উজ-জামান বলেন,যতটুকু না করলেই না হয় সেটুকু বল প্রয়োগ করে কাজ করতে হবে।ফায়ারিং প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তেত্রিশ পদাতিক ডিভিশন। আর রানারআপ হয়েছে সাত বিগ্রেড ডিভিশন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!