রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

পণ্য ও সেবায় বাড়লো শুল্ক-কর, অধ্যাদেশ জারি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ১২:০৬ এএম

পণ্য ও সেবায় বাড়লো শুল্ক-কর, অধ্যাদেশ জারি

নিত্যপ্রয়োজনীয় শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে অন্তর্র্বতী সরকার। বৃহস্পতিবার (৯জানুয়ারি) রাতে এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে। সেগুলো হলো মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৫। এই দুই অধ্যাদেশ জারির পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ নির্দেশনা জারি করে। ফলে ইতোমধ্যে তা কার্যকর হয়েছে।
এর আগে ১ জানুয়ারি অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ভ্যাট, সম্পূরক শুল্ক বৃদ্ধির এনবিআরের প্রস্তাব পাস হয়। আইন মন্ত্রণালয়ের মতামত সাপেক্ষে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদনের পর তা অধ্যাদেশ হিসেবে জারি করা হয়েছে। জাতীয় সংসদ না থাকায় অধ্যাদেশের মাধ্যমে শুল্ক-কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।  
এতদিন মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ হতো। সেটি বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়েছে। ফলে ফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারে খরচও বাড়বে। ব্র্যান্ডের দোকান ও বিপণিবিতানের তৈরি পোশাকের আউটলেটের বিলের ওপর ভ্যাট সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এছাড়া সবধরনের রেস্তোরাঁর ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশ করা হয়েছে।
শুল্ক-কর বৃদ্ধির তালিকায় আরো আছে মিষ্টি, ওষুধ, ড্রিংক, বিস্কুট, টিস্যু, সিগারেট,বাদাম,আম,কমলালেবু,আঙুর, আপেল, নাশপাতি, ফলের রস, যেকোনো ধরনের তাজা ফল,রং, ডিটারজেন্ট, রং, মদের বিল, পটেটো ফ্ল্যাকস, চশমার প্লাস্টিক, মেটাল ফ্রেম, রিডিং গøাস, সানগ্লাস, বৈদ্যুতিক ট্রান্সফরমার,তাতে ব্যবহৃত তেল, বিদ্যুতের খুঁটি, সিআর কয়েল, জিআই তার ইত্যাদি। এছাড়া ভ্রমণ করও বৃদ্ধি করা হয়েছে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, এখন দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। ঠিক সেসময়েই এ ধরনের কর বাড়ানো হলো। উচ্চ মূল্যস্ফীতির চাপে নিম্ন ও প্রান্তিক আয়ের মানুষ হিমশিম খাচ্ছেন। মধ্যবিত্তদেরও একই দশা। ফলে এই শ্রেণির মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হবে। দরদাম বাড়া নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা বাড়বে। বিশেষ করে রোগীদের ওষুধের দাম বাড়ায় চিকিৎসা নেওয়া ব্যয়সাধ্য হবে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!