প্রধান উপদেষ্টার কাছে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চেয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৫ অক্টোবর) বিকাল ৪টার দিবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সংলাপ শেষে তিনি এ কথা বলেন। সাংবাদিকদেও সির্জা ফকরুল আরও বলেন অন্তবর্তীসরকারের দু মাস হতে চলছে অথচ প্রশাসনে আওযামী লীগের লোক কাজ করছে, হাইকোর্টে ৩০ জন বিচারপতি এখনো কাজ করছে। যারা ফ্যাসিবাদ দলীয় সরকারের নিয়োগ করা। এছাড়া অপরাধী পুলিশ কর্মকর্তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে কিভাবে তা দেখার জন্য বলেছি। তিনি বলেন এসব দেশের জনগণের দাবি যা আমাদেরও দাবি।
বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ড.খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। এর আগে গত ২৯ আগস্ট অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের সমসাময়িক ইস্যুতে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল।
আপনার মতামত লিখুন :