বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১ কার্তিক ১৪৩১

৭ মার্চ, ১৫ আগস্টসহ আট জাতীয় দিবস বাতিল হচ্ছে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০৫:১৬ পিএম

৭ মার্চ, ১৫ আগস্টসহ আট জাতীয় দিবস বাতিল হচ্ছে

ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ, ১৫ আগস্টসহ আটটি জাতীয় দিবস বাতিল করতে যাচ্ছে অন্তর্র্বতী সরকার।
বুধবার ১৬ অক্টোবর অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি এক বৈঠকে আটটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিগগির এসব দিবস বাতিল করে পরিপত্র জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
পোস্টের তথ্য অনুসারে, যেসব দিবস বাতিল হচ্ছে, সেগুলো হলো
ঐতিহাসিক ৭ মার্চ,১৭ মার্চ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট: শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট: শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী,১৫ আগস্ট: বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস১৮ অক্টোবর: শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর: জাতীয় সংবিধান দিবস, , ১২ ডিসেম্বর: স্মার্ট বাংলাদেশ দিবস।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!