সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬, ২২ পৌষ ১৪৩২

দেশব্যাপী যৌথবাহিনীর অভিযান শুরু : ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৮:৩৪ পিএম

দেশব্যাপী যৌথবাহিনীর অভিযান শুরু : ইসি

নিজস্ব প্রতিবেদক: দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোববার (৪ জানুয়ারি) রাত থেকে সারা দেশে একযোগে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে। আজ বিকেলে কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।সভায় জেলা প্রশাসক আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার বলেন, আশা করা হচ্ছে, আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পরিপত্র জারি হবে। ইতোমধ্যে সব বাহিনী প্রধানদের নিয়ে নির্বাচন কমিশনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সংশ্লিষ্ট সব হেডকোয়ার্টার বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে।
কমিশনার সানাউল্লাহ বলেন, যৌথবাহিনীর অভিযানের মূল লক্ষ্য তিনটি-এক. নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের সরবরাহ রোধ ও উদ্ধার করা। যেগুলো উদ্ধার সম্ভব নয়, সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহৃত না হয় তা নিশ্চিত করা। দুই. চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। তিন. নির্বাচনকেন্দ্রিক দল ও প্রার্থীদের আচরণবিধির বড় ধরনের ব্যত্যয় ঘটলে যৌথবাহিনী তা দেখভাল করবে। তবে ছোটখাটো ব্যত্যয় সংশ্লিষ্ট রুটিন কমিটিগুলো দেখবে।
আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে সতর্ক করে ইসি সানাউল্লাহ বলেন, ক্যাম্পগুলো সিল করে দিতে হবে এবং স্থল সীমান্ত ও সাগরপথে নজরদারি বাড়াতে হবে, যাতে কোনোভাবেই দুষ্কৃতকারীরা এসব এলাকা ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।
সভায় কক্সবাজার জেলার নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তুলে ধরা হয়। জেলার ৯টি উপজেলার মধ্যে কুতুবদিয়া ও মহেশখালী দ্বীপ উপজেলা হওয়ায় এবং ধলঘাটা ও সোনাদিয়াসহ দুর্গম কেন্দ্রগুলোতে মালামাল পরিবহণে আগাম প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়। এ ছাড়া সেন্টমার্টিন দ্বীপের জন্য কোস্টগার্ডের বিশেষ জাহাজ এবং উখিয়া-টেকনাফের শরণার্থী ক্যাম্পগুলোর নিরাপত্তায় বাড়তি সতর্কতার কথা বলা হয়। পর্যটন নগরী হওয়ায় হোটেল-মোটেলগুলোতে বহিরাগতদের অবৈধ অনুপ্রবেশ রোধেও বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
মহেশখালী-কুতুবদিয়া আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণাকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তাদের হাততালি দেওয়ার অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, বিষয়টি সঠিক নয়। প্রার্থীর আইনজীবী নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে সময় চাইতে পারতেন, কিন্তু তা করা হয়নি। তবে প্রার্থীর এখনও আপিল করার সুযোগ রয়েছে।
নির্বাচন কমিশনার আরও বলেন, যৌথবাহিনী আজ রাত থেকেই সারা দেশে একযোগে অভিযান শুরু করবে। নির্বাচন কমিশন একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!