শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

এবার গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০২:১৯ পিএম

এবার গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুরের বাগের বাজারে ফিনিক্স কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে বাঘের বাজার এলাকার ফিনিক্স কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এ সময় কারখানার নিরাপত্তা কর্মীরা দ্রæত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আসে। 
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে। ছবি-সংগৃহীত
বিস্তারিত আসছে...

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!