বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

দিল্লীকে ঢাকার বার্তা,শেখ হাসিনাকে থামান- পররাষ্ট্র উপদেষ্টা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৫:২৬ পিএম

দিল্লীকে ঢাকার বার্তা,শেখ হাসিনাকে থামান- পররাষ্ট্র উপদেষ্টা

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও  মানবতাবিরোধী অপরাধে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা যেন বক্তব্য না দেন, সেজন্য ঢাকার ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ নোট দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান অন্তর্র্বতী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তৌহিদ হোসেন বলেন, ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি শেখ হাসিনাকে সংযম করার জন্য, যেন উনি এ ধরনের বক্তব্য না দেন; যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটার কোনো জবাব পাইনি এখনও। গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আজ আরেকবার তাদের প্রতিবাদ নোট দিয়েছি। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে প্রদিবাদ নোটটি দিয়েছি এবং আমরা আবারও অনুরোধ করেছি, যেন তাকে থামানো হয়। ‘কারণ তার যে বক্তব্য প্রধানত মিথ্যা। উনি যেসব কথা উল্লেখ করছেন সেটা এক ধরনের অস্থিশীলতা উসকে দিচ্ছে বাংলাদেশে। এজন্য আমরা অনুরোধ করেছি এই অনুশীলনটা বন্ধ করার জন্য।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!