বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

আদালত আটরক দিল ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল আদেশ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১১:৩৯ এএম

আদালত আটরক দিল ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল আদেশ

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দিয়েছেন আদালত। বুধবার (৫ ফেব্রয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, বুধবার মার্কিন ফেডারেল আদালতের বিচারক দেবোরাহ বোর্ডম্যান এক রুল জারি করে এ আদেশ দেন, যার ফলে প্রেসিডেন্টের নির্বাহী আদেশটি যুক্তরাষ্ট্রব্যাপী কার্যকর হবে না।মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া প্রতিটি ব্যক্তি নাগরিকত্ব পাওয়ার অধিকারী। তবে, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর এই আইন বাতিলের প্রস্তাব করেন, যা দেশব্যাপী বিতর্কের সৃষ্টি করেছিল।এর পরিপ্রেক্ষিতে, গত মাসে ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি আদালত এ আদেশের ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছিল। ওই স্থগিতাদেশ শেষ হওয়ার আগেই বুধবার মার্কিন ফেডারেল আদালতের বিচারক দেবোরাহ বোর্ডম্যান প্রেসিডেন্টের নাগরিকত্ব আইন বাতিলের আদেশ দেশব্যাপী স্থগিত করলেন।
স্থগিতাদেশের রুলে মেরিল্যান্ড জেলা জজ আদালতের বিচারক দেবোরাহ বলেন,প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ ১২৫ বছরের পুরানো সুপ্রিম কোর্টের রায়ের সাথে সাংঘর্ষিক এবং আড়াইশো বছরের মার্কিন ইতিহাসের পরিপন্থি। এই নির্বাহী আদেশের বিরুদ্ধে মেরিল্যান্ডে পাঁচ গর্ভবতী নারী ও দুটি অভিবাসী-অধিকার গ্রæপ মামলা দায়ের করেছিলেন। আদালত বলছে,মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের আদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল থাকবে।আইন বিশ্লেষকরা মনে করছেন, নাগরিকত্ব আইন বাতিলের এই মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!