বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

বরিশালের মুখোমুখি ফাইনালে চট্টগ্রাম, কবে ম্যাচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১১:০০ পিএম

বরিশালের মুখোমুখি ফাইনালে চট্টগ্রাম, কবে ম্যাচ

বিপিএল এবার জমবে। প্রথম কোয়ালিফায়ারে জিতে বিপিএলের ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে দলটির এটি টানা দুই বিপিএলের ফাইনাল। কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম কিংসকে হারিয়েছে তারা। দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে বিপিএলের ফাইনালে উঠেছে চট্টগ্রাম কিংস। টানা দুই জয়ে এলিমিনেটরে আসে খুলনা। সেখানেও জয় পায় দলটি। তবে কোয়ালিফায়ারে ইনিংসের শেষ বলে ৪ মেরে জয় তুলে নেয় চট্টগ্রাম।
আগামী ৭ ফেব্রæয়ারি শুরু বার বিপিএলের ফাইনাল মাঠে গড়াবে। ওই ম্যাচে বরিশাল ও চট্টগ্রাম মুখোমুখি হবে। বিপিএলের গ্রæপ পর্ব এবং কোয়ালিফায়ার ও এলিমিনেটরে দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে গড়িয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ারও হয়েছে সন্ধ্যা সাড়ে ছ’টায়। তবে বিপিএলের ফাইনাল ম্যাচ রাখা হয়েছে সন্ধ্যা সাতটায়। টিভিতে বিপিএল ফাইনাল দেখা যাবে টি-স্পোর্টসে। স্টেডিয়ামে বসে ফাইনাল দেখতে অনলাইন, মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখা ও অল্প কিছু সংখ্যক টিকিট পাওয়া যাবে মিরপুর স্টেডিয়াম সংলগ্ন বুথে।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!