রাজধানীর মোহাম্মদপুরে ‘সুরের ধারা’র জন্য সরকারের বরাদ্দ দেয়া খাস জমির বন্দোবস্ত বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার ৭ নভেম্বর ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।
চিঠিতে বলা হয়,‘সুরের ধারা’র চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যার অনুকূলে রাজধানীর মোহাম্মদপুর থানার রামচন্দ্রপুর মৌজায় ০.৫১২০ একর জমি সিএস হতে আরএস রেকর্ডে ‘খাল’ শ্রেণি থাকায় বন্দোবস্ত বাতিল করা হলো।’
মন্ত্রণালয় জানায়,এ বিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহণ করে ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর জন্য ঢাকার জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য,শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তার ও তার কার্যালয়ের প্রভাব খাটিয়ে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ-সংলগ্ন রামচন্দ্রপুর খালের জমিকে ভিটি জমি দেখিয়ে ৯৯ বছরের জন্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বরাদ্দ নেন বলে অভিযোগ ওঠে।সেখানে গড়ে তোলা হয়‘সুরের ধারা’নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
আপনার মতামত লিখুন :