রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ইউনূস-মোদি বৈঠক অনেক ফলপ্রসু হয়েছে: প্রেস সচিব

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০১:৩২ পিএম

ইউনূস-মোদি বৈঠক অনেক ফলপ্রসু হয়েছে: প্রেস সচিব

ব্যাংককে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে প্রথমবারের মতো বৈঠক সম্পন্ন হয়েছে। তাদের এই বৈঠক অনেক ফলপ্রসু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।  
তিনি বলেছেন, আমাদের সাথে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। এবং আমাদের যতগুলো স্বার্থসংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বলেছেন। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়েও ইউনূস-মোদির বৈঠকে কথা হয়েছে বলে জানান তিনি।শফিকুল বলেছেন, শেখ হাসিনা সেখানে বসে যে উসকানিমূলক মন্তব্য করছেন সেইসব বিষয়েও কথা হয়েছে। সীমান্ত হত্যা নিয়েও কথা হয়েছে এবং গঙ্গা পানি বন্টন ও তিস্তা চুক্তি নিয়েও কথা হয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!