বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

শাহবাগ এলাকা ছেড়েছে নার্সিং শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ১৪, ২০২৫, ১১:৩৬ পিএম

শাহবাগ এলাকা ছেড়েছে নার্সিং শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে দুপুর থেকে আন্দোলন করছিলেন নার্সিংয়ের শিক্ষার্থীরা। অবরোধের সাড়ে ৬ ঘণ্টা পর সড়ক ছেড়েছেন আন্দোলনকারীরা। এতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (১৪ মে) রাত সাড়ে ৮টার পর পুলিশ এসে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যেতে বলে। পরে শিক্ষার্থীরা কোনো ঘোষণা ছাড়াই শাহবাগ মোড় থেকে সরে যান।এর আগে দুপুর ২টা ১০ মিনিটে উচ্চ মাধ্যমিকের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের অবরোধে ফলে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল।এতে ভোগান্তিতে পড়ে শাহবাগসহ আশপাশের সড়কে থাকা যাত্রীরা। বাধ্য হয়ে অনেকেই আশপাশের সড়ক ব্যবহার শুরু করে। এতে চাপ বাড়ে পাশের সড়কগুলোতে।তারও আগে দাবি আদায়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে মহাসমাবেশ শেষে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ শাহবাগ থানার সামনে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পরে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয়।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!