রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে কক্সবাজারে অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।শুক্রবার (১৪ মার্চ) দুপুরে একটি বিশেষ বিমানে তারা কক্সবাজার বিমানবন্দরে যান। এ সময় তাদের স্বাগত জানান অন্তর্র্বতী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। এর আগে চার দিনের সফরের দ্বিতীয় দিনের সকালে শুরুতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব।
এ সময় সেখানে প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমানও ছিলেন।এরপর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে যান গুতেরেস। সেখানে অন্তর্র্বতী সরকারের প্রধানের সঙ্গে বৈঠক করেন। সেখানে অ্যান্টোনিও গুতেরেস বলেন,বাংলাদেশের চলমান গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনে পাশে থাকবে জাতিসংঘ।সন্ধ্যায় যোগ দেবেন ইফতার আয়োজনে,যেখানে অংশ নেবেন লাখো রোহিঙ্গা। বলা হচ্ছে,এই আয়োজনের মাধ্যমে,রোহিঙ্গাদের সঙ্গে সংহতি প্রকাশ করবেন জাতিসংঘ মহাসচিব।
আপনার মতামত লিখুন :