শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

সংস্কার বিষয়ে মতামতের জন্য ৩৭টির মধ্যে ৭টি রাজনৈতিক দল মতামত জানিয়েছে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ১২:১০ এএম

সংস্কার বিষয়ে মতামতের জন্য ৩৭টির মধ্যে ৭টি রাজনৈতিক দল মতামত জানিয়েছে

অন্তর্র্বতী সরকারের কাছে জমা দেয়া সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনে উল্লিখিত সুপারিশগুলোর উপর ৩৭টি রাজনৈতিক দলের মধ্যে ৭টি রাজনৈতিক দল মতামত দিয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গেল বছরের ১৫ ফেব্রæয়ারি ওই কমিশনের কার্যক্রম শুরু হয়েছে।ইতিমধ্যে প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন,জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লিখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর উপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত গ্রহণের লক্ষ্যে ১৩ মার্চের মধ্যে প্রেরণের অনুরোধ জানিয়ে গত ৬ মার্চ ওই সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৭টি রাজনৈতিক দলের নিকট প্রেরণ করা হয়েছিল।বৃহস্পতিবার (১৩মার্চ) পর্যন্ত ৩৭টি রাজনৈতিক দলের মধ্যে ৭টি রাজনৈতিক দলের নিকট হতে মতামত পাওয়া গেছে। ১৬টি রাজনৈতিক দল পূর্ণাঙ্গ মতামতের জন্য অতিরিক্ত কয়েকদিন সময় দেয়ার জন্য অনুরোধ করেছেন। অন্যান্য দলগুলোর সঙ্গে কমিশন পুনরায় যোগাযোগ করছে।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!